ক্ষুদে গবেষক সম্মেলন, ২০১৬

সংক্ষিপ্তসার

স্কুল শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির বিকাশ ও সৃজনশীলতা লালনের লক্ষ্যে স্কুলে গবেষণা কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী গবেষণা সংগঠন ‘চিন্তার চাষ’। এরই ধারাবাহিকতায় ‘চিন্তার চাষ’ স্কুল শিক্ষার্থীদের নিয়ে গত ২৮ ডিসেম্বর ২০১৬ তারিখ ‘ক্ষুদে গবেষক সম্মেলন, ২০১৬’-এর আয়োজন করেছে। সম্মেলনে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্কুলের ৭ম হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা গবেষণা পত্র/ধারণা পত্র উপস্থাপন করেছে।

অংশগ্রহণকারী :
৭ম হতে ১০ম শ্রেণির শিক্ষার্থী

অংশগ্রহণের ধরণ :
ক. একক
খ. দলীয় (৩ জনের অধিক নয়)

আয়োজন/ইভেন্ট : (সাইন্স, আর্টস এবং কমার্স-সকল বিভাগ)
ক. গবেষণা পত্র উপস্থাপন
খ. ধারণা পত্র উপস্থাপন
গ. পোস্টার প্রদর্শনী

উদ্বোধনী


প্রধান অতিথি: ড. অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক
উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়

সভাপতি: মুহাম্মদ শফিকুর রহমান
চেয়ারম্যান, চিন্তার চাষ

বিশেষ অতিথি:
ড. শফিক উজ জামান
অধ্যাপক, অর্থনীতি বিভাগ ও পরিচালক, অর্থনৈতিক গবেষণা ব্যুরো, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং উপদেষ্টা, ক্ষুদে গবেষক সম্মেলন, ২০১৬
ড. এম এম আকাশ
অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং উপদেষ্টা, ক্ষুদে গবেষক সম্মেলন, ২০১৬
ড. জেবা আই সেরাজ
অধ্যাপক, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং উপদেষ্টা, ক্ষুদে গবেষক সম্মেলন, ২০১৬

স্বাগত বক্তব্য:
এস এম মেসবাহ্ আর রহমান
নির্বাহী পরিচালক, চিন্তার চাষ

 

সমাপনী ও পুরস্কার বিতরণী


প্রধান অতিথি: রাশেদ খান মেনন
মাননীয় মন্ত্রী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সভাপতি: মুহাম্মদ শফিকুর রহমান
চেয়ারম্যান, চিন্তার চাষ

বিশেষ অতিথি:
ড. এম এম আকাশ
অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং উপদেষ্টা, ক্ষুদে গবেষক সম্মেলন, ২০১৬
ড. জাহিদ হাসান মাহমুদ
অধ্যাপক, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

কিছু মুহুর্ত
Share This