২য় জাতীয় ভলান্টিয়ার কনভেনশন ও নৌ-বিহার

এক নজরে

ঢাকা – চাঁদপুর – ঢাকা নৌপথ
৭ ফেব্রুয়ারি, শুক্রবার
এমভি হাসান-হোসেন

126

টি সংগঠন


900

জন অংশগ্রহণকারী


সংক্ষিপ্তসার

স্লোগান: “বহু প্রাণে এক তান, আগামীর জয়গান”

আয়োজক: ন্যাশনাল কংগ্রেস অব ভলান্টিয়ারস (এনসিভি), চিন্তার চাষ, মানুষ, ডিবেট ফর হিউম্যানিটি, গন্তব্য, স্ব-পথ, হিউম্যানিটি ফাউন্ডেশন, এবং ইনিশিয়েটিভ ফর পিস (আইএফপি)
উদ্দেশ্য ও লক্ষ্য: তারুণ্যের মাঝে স্বেচ্ছাসেবার মহান ব্রতকে ছড়িয়ে দেয়া
অংশগ্রহণকারী: বাংলাদেশের ১৩০ টি স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নয়শত জন ভলান্টিয়ার অংশগ্রহণ করে।
কনভেনশন সভাপতি: মুহাম্মদ শফিকুর রহমান, চেয়ারম্যান, ন্যাশনাল কংগ্রেস অব ভলান্টিয়ারস এবং চেয়ারম্যান, চিন্তার চাষ
বাস্তবায়ন কমিটি
কনভেনার: এস এম মেসবাহ্ আর রহমান, মহাসচিব, ন্যাশনাল কংগ্রেস অব ভলান্টিয়ারস এবং নির্বাহী পরিচালক, চিন্তার চাষ
ব্যবস্থাপক: মুহাম্মদ আরিফুর রহমান
সদস্য:
আব্দুল্লাহ আল জুনাইদ, চিফ কো-অর্ডিনেটর, ডিএফএইচ
মাহবুবুল আলম, প্রেসিডেন্ট, মানুষ
জাহিদুল ইসলাম, প্রেসিডেন্ট, গন্তব্য
ফরিদ আহমাদ, প্রেসিডেন্ট, হিউম্যানিটি ফাউন্ডেশন
রিয়াজ মাহমুদ মিঠু, প্রেসিডেন্ট, স্ব-পথ

বক্তব্য প্রদান করেন:
ন্যাশনাল কংগ্রেস অব ভলান্টিয়ারস (এনসিভি) চেয়ারম্যান মুহাম্মদ শফিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত “২য় জাতীয় ভলান্টিয়ার কনভেনশন ২০১৪” এ স্বাগত বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, এনসিভি এর মহাসচিব এবং চিন্তার চাষ এর নির্বাহী পরিচালক শেখ মুহাম্মদ মেসবাহ্ আর রহমান। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারণ সম্পাদক ডাঃ এম এ মতিন,
বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ,
বিশিষ্ট পানি বিশেষজ্ঞ প্রকৌশলী ম. ইনামুল হক,
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোসাল,
দৈনিক প্রথম আলো এর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান,
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর চেয়ারম্যান আবু নাসের খান,
সিটিজেনস রাইটস মুভমেন্ট এর মহাসচিব তুসার রেহমান,
নিরাপদ নৌ পথ বাস্তবায়ন আন্দোলন এর সদস্য সচিব আমিনুর রসুল বাবুল,
নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম এর সভাপতি হাফিজুর রহমান ময়না,
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ এর পরিচালক এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম তাহিন,
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ক্লাইমেট চেঞ্জ ফাইনান্স সেল এর সমন্বয়ক এম. জাকির হোসেন খান,
বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন এর সমন্বয়ক মিহির বিশ্বাস,
জলাধার রক্ষা আন্দোলন এর আহবায়ক ইবনুল সাইদ রানা,
পিস এর মহাসচিব ইফমা হুসাইন,
গ্রিন মাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান,
ক্যাম্পেইন ফর ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান মশিউর রহমান রুবেল,
এভারেস্ট বিজয়ী বাংলাদেশী এম এ মুহিত,
সিরাক-বাংলাদেশের নির্বাহী ব্যারিস্টার এসএম সৈকত,
পরিবেশসম্মত ঢাকা বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব আলহাজ মোহাম্মাদ শহীদ।
ইনিশিয়েটিভ ফর পিস (আইএফপি) এর প্রেসিডেন্ট মুহাম্মদ আরিফুর রহমানের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন ডিবেট ফর হিউম্যানিটি এর প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল জুনাইদ, মানুষ এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম, ইনিশিয়েটিভ ফর পিস (আইএফপি) এর জেনারেল সেক্রেটারি সোহানুর রহমান, হিউম্যানিটি ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট ফরিদ আহমেদ, গন্তব্য এর প্রেসিডেন্ট জাহিদুল ইসলাম, স্ব-পথ এর সভাপতি রিয়াজ মাহমুদ মিঠুসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
কনভেনশনে বক্তারা বলেন কল্যাণকর সমাজ বিনির্মাণে মানুষের প্রতি মানুষের নিঃস্বার্থ সহযোগিতার কোন বিকল্প নেই। এক্ষেত্রে স্বেচ্ছাসেবা কার্যক্রমের প্রসার সাধন একান্ত প্রয়োজন।
স্বাগত বক্তব্যে ন্যাশনাল কংগ্রেস অব ভলান্টিয়ারস এর মহাসচিব শেখ মুহাম্মদ মেসবাহ আর রহমান বলেন, স্বেচ্ছাসেবার মহান ব্রতকে সকলের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আমাদের এই আয়োজন। আমরা বিশ্বাস করি, আমাদের সম্মিলিত প্রয়াসই পারবে সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ করতে।
সভাপতির বক্তব্যে এডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান বলেন আত্ম মর্যাদাশীল জাতি হিসেবে পৃথিবীর বুকে শীর্ষে অবস্থান করতে হলে স্বেচ্ছাসেবা কার্যক্রমের মাধ্যমে আমাদের পরস্পরের প্রতি সহযোগিতার হাত বাড়াতে হবে। নিকট ভবিষ্যতে স্বেচ্ছাসেবার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান সূচি:
চাঁদপুরের উদ্দেশ্যে নৌ-যাত্রা
সকালের নাস্তা
আনুষ্ঠানিক কনভেনশন
দুপুরের খাবার
চাঁদপুর এর পদ্মার চরে ভলান্টিয়ারদের অংশগ্রহণে খেলাধুলা
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান
ঢাকা প্রত্যাবর্তন

কিছু মুহুর্ত
প্রকাশনা

‘২য় জাতীয় ভলান্টিয়ার কনভেনশন ও নৌ-বিহার’ উপলক্ষে দেশের স্বনামধন্য সমাজসেবী, সাহিত্যিক, সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ, গবেষক, সাংবাদিক, কলামিস্ট ও আইনজ্ঞগণের লেখা নিয়ে প্রকাশিত হয়েছে ‘কংগ্রেস বার্তা’

Share This