১ম জাতীয় ভলান্টিয়ার কনভেনশন ও নৌ-বিহার

এক নজরে

ঢাকা – চাঁদপুর – ঢাকা নৌপথ
১ মার্চ ২০১৩, শুক্রবার
এমভি শাহীদূত

30

টি সংগঠন


750

জন অংশগ্রহণকারী


সংক্ষিপ্তসার

স্লোগান: “বহু প্রাণে এক তান, আগামীর জয়গান”

আয়োজক: চিন্তার চাষ, মানুষ, ডিবেট ফর হিউম্যানিটি, গন্তব্য, স্ব-পথ, হিউম্যানিটি ফাউন্ডেশন, এবং ইনিশিয়েটিভ ফর পিস (আইএফপি)
উদ্দেশ্য ও লক্ষ্য: তারুণ্যের মাঝে স্বেচ্ছাসেবার মহান ব্রতকে ছড়িয়ে দেয়া
অংশগ্রহণকারী: বাংলাদেশের ৩০ টি স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাতশত পঞ্চাশ জন ভলান্টিয়ার অংশগ্রহণ করে।
কনভেনশন সভাপতি: মুহাম্মদ শফিকুর রহমান চেয়ারম্যান, চিন্তার চাষ
বাস্তবায়ন কমিটি
আহ্বায়ক: এস এম মেসবাহ্ আর রহমান, নির্বাহী পরিচালক, চিন্তার চাষ
ব্যবস্থাপক: মুহাম্মদ আরিফুর রহমান
সদস্য:
আব্দুল্লাহ আল জুনাইদ, চিফ কো-অর্ডিনেটর, ডিএফএইচ
মাহবুবুল আলম, প্রেসিডেন্ট, মানুষ
জাহিদুল ইসলাম, প্রেসিডেন্ট, গন্তব্য
ফরিদ আহমাদ, প্রেসিডেন্ট, হিউম্যানিটি ফাউন্ডেশন
রিয়াজ মাহমুদ মিঠু, প্রেসিডেন্ট, স্ব-পথ

বক্তব্য প্রদান করেন:
চিন্তার চাষ এর চেয়ারম্যান মুহাম্মদ শফিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত “১ম জাতীয় ভলান্টিয়ার কনভেনশন ২০১৩” এ স্বাগত বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক চিন্তার চাষ এর নির্বাহী পরিচালক শেখ মুহাম্মদ মেসবাহ্ আর রহমান। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
বিশিষ্ট পানি বিশেষজ্ঞ প্রকৌশলী ম. ইনামুল হক,
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর চেয়ারম্যান আবু নাসের খান,
সিটিজেনস রাইটস মুভমেন্ট এর মহাসচিব তুসার রেহমান,
নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম এর সভাপতি হাফিজুর রহমান ময়না,
চিন্তার চাষ এর ভাইস চেয়ারম্যান এম. জাকির হোসেন খান,
বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন এর সমন্বয়ক মিহির বিশ্বাস,
জলাধার রক্ষা আন্দোলন এর আহবায়ক ইবনুল সাইদ রানা,
পিস এর মহাসচিব ইফমা হুসাইন,
গ্রিন মাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান,
ক্যাম্পেইন ফর ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান মশিউর রহমান রুবেল,
সিরাক-বাংলাদেশের নির্বাহী ব্যারিস্টার এসএম সৈকত,
পরিবেশসম্মত ঢাকা বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব আলহাজ মোহাম্মাদ শহীদ।
ইনিশিয়েটিভ ফর পিস (আইএফপি) এর প্রেসিডেন্ট মুহাম্মদ আরিফুর রহমানের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন ডিবেট ফর হিউম্যানিটি এর প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল জুনাইদ, মানুষ এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম, ইনিশিয়েটিভ ফর পিস (আইএফপি) এর জেনারেল সেক্রেটারি সোহানুর রহমান, হিউম্যানিটি ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট ফরিদ আহমেদ, গন্তব্য এর প্রেসিডেন্ট জাহিদুল ইসলাম, স্ব-পথ এর সভাপতি রিয়াজ মাহমুদ মিঠুসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সূচি:
চাঁদপুরের উদ্দেশ্যে নৌ-যাত্রা
সকালের নাস্তা
আনুষ্ঠানিক কনভেনশন
দুপুরের খাবার
চাঁদপুর এর পদ্মার চরে ভলান্টিয়ারদের অংশগ্রহণে খেলাধুলা
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান
ঢাকা প্রত্যাবর্তন

কিছু মুহুর্ত
Share This