৫ম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন ২০২০

সংক্ষিপ্তসার

‘পথচলা আলোর সাথে’ এই স্লোগান নিয়ে প্রতিবারের মতো এবারও স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে গত ২৪ অক্টোবর ২০২০ তারিখ ‘৫ম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন, ২০২০’ অনুষ্ঠিত হয়েছে। স্কুল শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির বিকাশ ও সৃজনশীলতা লালনের লক্ষ্যে ‘চিন্তার চাষ’ এর এই নিয়মিত আয়োজন। সম্মেলনে সারা দেশের বিভিন্ন স্কুলের ৭ম হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা গবেষণাপত্র ও ধারণাপত্র উপস্থাপন করেছে।

ভেন্যু:
ZOOM অনলাইন প্ল্যাটফর্ম

অংশগ্রহণকারী:
৭ম হতে ১০ম শ্রেণির স্কুল শিক্ষার্থী

অংশগ্রহণের ধরণ:
ক. একক
খ. দলীয়

আয়োজন/ইভেন্ট:
ক. গবেষণা পত্র উপস্থাপন
খ. ধারণাপত্র উপস্থাপন

ক্যাটেগরি:
গবেষণা পত্রসমূহ দুটি ক্যাটেগরিতে বিভক্ত
ক. শিক্ষা ও বিজ্ঞান এবং
খ. জীবন ও সংস্কৃতি

বিভাগ:
ক. বিভাগ-ক (৭ম ও ৮ম শ্রেণি)
খ. বিভাগ-খ (৯ম ও ১০ম শ্রেণি)

উদ্বোধনী অনুষ্ঠান


প্রধান অতিথি:
ড. রতন খাসনবীশ, প্রফেসর এমেরিটাস, এডামাস ইউনিভার্সিটি, কোলকাতা

বিশেষ অতিথি:
ড. মোবারক আহমেদ খান, সাবেক সদস্য, বাংলাদেশ পরমানু শক্তি কমিশন ও উপদেষ্টা, বাংলাদেশ পাট শিল্প কর্পোরেশন
অধ্যাপক ড. এম. এম. আকাশ, চেয়ারম্যান, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

স্বাগত বক্তব্য:
জাহিদুল ইসলাম, পরিচালক, চিন্তার চাষ

সাংগঠনিক বক্তব্য:
এস. এম. মেসবাহ আর রহমান, নির্বাহী পরিচালক, চিন্তার চাষ

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান


প্রধান অতিথি:
ড. সালেহউদ্দিন আহমেদ, সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক

সভাপতি:
মুহাম্মদ শফিকুর রহমান, চেয়ারম্যান, চিন্তার চাষ

বিশেষ অতিথি:
ড. হাসিনা খান, অধ্যাপক, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
ড. মো: মাহমুদুর রহমান, অধ্যাপক, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
ড. জেবা আই সেরাজ, অধ্যাপক, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
অধ্যাপক ড. দুলাল দেবনাথ, অধ্যক্ষ, ফিজিক্যাল এডুকেশন বিভাগ, The ICFAI University, ত্রিপুরা
অধ্যাপক বিশ্বজিৎ চক্রবর্তী, সমন্বয়ক, শিক্ষাবিভাগ, The ICFAI University, ত্রিপুরা

সাংগঠনিক বক্তব্য:
এম. জাকির হোসেন খান, ভাইস-চেয়ারম্যান , চিন্তার চাষ
এস. এম. মেসবাহ আর রহমান, নির্বাহী পরিচালক, চিন্তার চাষ

কিছু মুহুর্ত
Share This