ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুর অঞ্চলে ‘গবেষণায় হাতে খড়ি’ কর্মশালা অনুষ্ঠিত

সংক্ষিপ্তসার

‘চিন্তার চাষ’ এর আয়োজনে গত ২০ ফেব্রুয়ারি, ২০২১ তারিখ শনিবার দুপুর ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সময়ে Zoom online platform-এ ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘গবেষণায় হাতেখড়ি’ শীর্ষক কর্মশালা। আগামী ক্ষুদে গবেষক সম্মেলনে অংশগ্রহণের জন্য স্কুল শিক্ষার্থীরা যাতে নিজেদের তৈরি করতে পারে সে লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

অংশগ্রহণকারী
ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকার বিভিন্ন স্কুলের ৭ম হতে ১০ম শ্রেণির শিক্ষার্থী

কর্মশালার ইভেন্টসমূহ
১. স্কুল গবেষণা কার্যক্রম ও এর ধাপসমূহ
২. গবেষণা কি, কেন
৩. মিথষ্ক্রিয়া
৪. আগ্রহের ক্ষেত্র চয়ন

রিসোর্স পার্সন
এস. এম. মেসবাহ আর রহমান, নির্বাহী পরিচালক, চিন্তার চাষ
জাহিদুল ইসলাম, পরিচালক, চিন্তার চাষ

কিছু মুহুর্ত
Share This