শিশুর মানসিক বিকাশ – শীর্ষক সেমিনার

সংক্ষিপ্তসার

সমাজ পরিবর্তনের এক বিশেষ প্রভাব পরিলক্ষিত হয় মানুষের আচরণের বিন্যাস, বোধের ব্যাপ্তি ও চিন্তার বিকাশে। মানুষের মস্তিষ্ক বিকাশের সিংহভাগই ঘটে থাকে শিশু বয়সে। তাই শিশুর মানসিক বিকাশ সামগ্রিক মানসিক বিকাশের সবচেয়ে গুরুত্বপুর্ণ অধ্যায়। সমাজের যে সকল ক্ষেত্রে পরিবর্তন ঘটার কারণে মানুষের শৈশব ও কৈশোরে মানসিক বিকাশ প্রভাবিত হতে পারে তার মধ্যে পাঠক্রমভুক্ত পড়ার চাপ, অনিরাপদ খাদ্য গ্রহণ, মানুষ কর্তৃক প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন সাধন, পারিবারিক গঠন ও অবস্থান, মুক্ত চিন্তার চর্চা, খেলাধুলা, নৈতিকতা, সামাজিক মিথস্ক্রিয়া প্রভৃতি অন্যতম। গর্ভাবস্থায়, শৈশব ও কৈশোরে যত্ন ও চিকিৎসা গ্রহণে যে পরিবর্তন এসেছে তাও মানসিক বিকাশকে প্রভাবিত করতে পারে। গবেষণার মাধ্যমে শিশুর মানসিক বিকাশের চলমান পরিস্থিতি মূল্যায়ন করে আমরা ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারনে সক্ষম হব – এটাই বিশ্বাস। এই বিশ্বাসকে ধারণ করে ‘চিন্তার চাষ’ স্কুল শিক্ষার্থীদের পাশাপাশি কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়েও গবেষণা কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই আয়োজন।

ভেন্যু:
ZOOM অনলাইন প্ল্যাটফর্ম

অংশগ্রহণকারীর ধরণ:
একাদশ হতে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী

গবেষণা পত্র উপস্থাপন:

উপস্থাপনকারী গবেষণার বিষয়
আহনাফ তাহমিদ অর্ণব
৩য় বর্ষ (সম্মান)
সরকার ও রাজনীতি বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Bullying in Bangladesh: An Evolutionary Insight into its Cognitive and Moral Repercussions among Adolescents.

 

উম্মে তাসনুবা শাহেরীন ওনিশা
এইচএসসি পরীক্ষার্থী
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ
করোনাকালীন শিশুর মানসিক বিকাশের অবস্থা

 

 

আনিকা তাসনিম এষা
একাদশ শ্রেণি
লালমাটিয়া মহিলা কলেজ


হুমায়রা আদিবা রহমান
একাদশ শ্রেণি
ঢাকা সিটি কলেজ


সুরাইয়া নুহা চৌধুরী
একাদশ শ্রেণি
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ

শিশুর মানসিক বিকাশের চলমান পরিস্থিতি নির্ণয়

 

প্রধান অতিথি:
ড. মো: মাহমুদুর রহমান, অধ্যাপক, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সভাপতি:
মুহাম্মদ শফিকুর রহমান, চেয়ারম্যান, চিন্তার চাষ

বিশেষ অতিথি:
কাজী ফেরদৌস ইকবাল, মনোবিজ্ঞানী
ফায়েজা আহমেদ, সিনিয়র ইনস্ট্রাক্টর (Child Psychology), শিশু বিকাশ কেন্দ্র, ঢাকা শিশু হাসপাতাল
ড. শাওলী সরকার, সহকারী অধ্যাপক, ঢাকা শিশু হাসপাতাল

কিছু মুহুর্ত
Share This