“বিশ্বায়নের প্রেক্ষাপটে বাংলাদেশের পোশাক শিল্প ও শ্রমের অধিকার” শীর্ষক গোলটেবিল আলোচনা

Round Table
এক নজরে

আয়োজক: চিন্তার চাষ
২৬ অক্টোবর ২০১৩, শনিবার
ভিআইপি লাউঞ্জ, জাতীয় প্রেসক্লাব

সঞ্চালক: ড. সালেহউদ্দিন আহমেদ
সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক
মূল প্রবন্ধ উপস্থাপক: ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ
অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

আলোচকবৃন্দ

১. কে এ এম সা’দউদ্দিন
অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

২. সৈয়দ আবুল মকসুদ
বিশিষ্ট কলামিস্ট, প্রাবন্ধিক ও গবেষক

৩. ড. শফিক উজ জামান
অধ্যাপক, অর্থনীতি বিভাগ ও
পরিচালক, অর্থনৈতিক গবেষণা ব্যুরো

৪. এম. এম. আকাশ
অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

৫. মোহাম্মদ হাতেম
ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, বিকেএমইএ

৬. ইকতিদার আহমেদ
সাবেক চেয়ারম্যান, মজুরী বোর্ড

৭. মহসিন মিয়া
অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মেঘনা ব্যাংক

৮. মুহাম্মদ শফিকুর রহমান
চেয়ারম্যান, চিন্তার চাষ

৯. তুসার রেহমান
মহাসচিব, সিটিজেনস রাইটস মুভমেন্ট

১০. ড. নুরুল্লাহ এম আউয়াল
সভাপতি, ডেভরিমেট

১১. এম. জাকির হোসেন খান
সুশাসন ও নীতি বিশ্লেষক

১২. মালিহা মেহনাজ শায়েরী
ডীন, আইন ও বিচার অনুষদ, দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ

১৩. ড. শরিফ আহমেদ চৌধুরী
ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, গবেষণা ও পলিসি, টিআইবি

১৪. আমিনুর রসুল বাবুল
সদস্য সচিব, উন্নয়ন ধারা ট্রাস্ট

১৫. তাসলিমা আক্তার লিমা
প্রধান সমন্বয়ক, গার্মেন্টস শ্রমিক সংহতি

১৬. বাহরানে সুলতান বাহার
সভাপতি, জাগো বাংলাদেশ গার্মেন্টস্ শ্রমিক ফেডারেশন

প্রেক্ষাপট

গত ২০১৩ সালের ২৬ অক্টোবর গবেষণা সংগঠন ‘চিন্তার চাষ’ এর আয়োজনে জাতীয় প্রেসক্লাব, ঢাকা এর ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয় “বিশ্বায়নের প্রেক্ষাপটে বাংলাদেশের পোশাক শিল্প ও শ্রমের অধিকার” শীর্ষক গোলটেবিল আলোচনা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ। পোশাক শিল্প মালিক, শ্রমিক, সুশীল সমাজ প্রতিনিধি, অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী, আইনবিদ এবং শিক্ষকসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানে যে আলোচনা হয়েছে এবং এর প্রেক্ষিতে যে মতামত ও সুপারিশ পাওয়া গেছে সেগুলোই সম্পাদনা করে গ্রন্থিত করা হয়েছে এই প্রকাশনায়। গবেষণা সংগঠন ‘ডেভরিমেট’ এই আয়োজনের বিশেষ সহযোগী ছিল।

বৈদেশিক মূদ্রা অর্জনের হিসাবে বাংলাদেশে পোশাক শিল্পের অবস্থান শীর্ষে অথচ এই শিল্পে উৎপাদিত পণ্যের মূল মালিকানা বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের নেই। অর্থাৎ বাংলাদেশে উৎপাদিত পণ্য  বিদেশের বাজারে বাংলাদেশের কোন শিল্প প্রতিষ্ঠানের ব্রান্ডে বিক্রি হয়না। এই শিল্পে আমাদের ব্যান্ডিং নেই। এটা বিশ্বপুঁজি নিয়ন্ত্রিত একটা শিল্প। অপর দিকে শ্রমিক অসন্তোষ এবং শিল্প দূর্ঘটনা এদেশে নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এধরণের একটা শৃঙ্খলিত পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার উপায় বের করার কল্পে আয়োজন করা হয়েছিল এই গোলটেবিল আলোচনার।

উল্লেখযোগ্য কিছু মুহুর্ত
প্রকাশনা

পোশাক শিল্প মালিক, শ্রমিক, সুশীল সমাজ প্রতিনিধি, অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী, আইনবিদ এবং শিক্ষকসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানে যে আলোচনা হয়েছে এবং এর প্রেক্ষিতে যে মতামত ও সুপারিশ পাওয়া গেছে সেগুলোই সম্পাদনা করে গ্রন্থিত করা হয়েছে এই প্রকাশনায়।

Share This