“পোশাক শিল্পের চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়” শীর্ষক জাতীয় সংলাপ

এক নজরে

আয়োজক: চিন্তার চাষ ও দি ঢাকা ফোরাম
০৯ আগস্ট ২০১৪, শনিবার
ভিআইপি লাউঞ্জ, জাতীয় প্রেসক্লাব

সঞ্চালক: ড. সালেহউদ্দিন আহমেদ
সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক
মূল প্রবন্ধ উপস্থাপক: ড. শফিক উজ জামান
অধ্যাপক, অর্থনীতি বিভাগ ও
পরিচালক, অর্থনৈতিক গবেষণা ব্যুরো, ঢাকা বিশ্ববিদ্যালয়

আলোচকবৃন্দ

১. ড. হোসেন জিল্লুর রহমান
সাবেক উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকার

২. মাহবুব জামিল
সাবেক উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকার

৩. সৈয়দ আবুল মকসুদ
বিশিষ্ট কলামিস্ট, প্রাবন্ধিক ও গবেষক

৪. কে এ এম সা’দউদ্দিন
অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

৫. ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ
অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

৬. ড. বিনায়ক সেন
গবেষণা পরিচালক, বিআইডিএস

৭. এম. এম. আকাশ
অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

৮. আব্দুস সালাম মুর্শেদি
সাবেক সভাপতি, বিজিএমইএ

৯. মোহাম্মদ হাতেম
ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, বিকেএমইএ

১০. ফজলুল হক
সাবেক সভাপতি, বিকেএমইএ

১১. ইকতিদার আহমেদ
সাবেক চেয়ারম্যান, মজুরী বোর্ড

১২. মুহাম্মদ শফিকুর রহমান
চেয়ারম্যান, চিন্তারচাষ

১৩. আবু নাসের বখতিয়ার
প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক, অগ্রণী ব্যাংক

১৪. ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম
অতিরিক্ত গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)

১৫. রোকেয়া রফিক বেবী
নির্বাহী পরিচালক, কর্মজীবী নারী

১৬. তাসলিমা আক্তার লিমা
প্রধান সমন্বয়ক, গার্মেন্টস শ্রমিক সংহতি

১৭. বাহরানে সুলতান বাহার
সভাপতি, জাগো বাংলাদেশ গার্মেন্টস্ শ্রমিক ফেডারেশন

প্রেক্ষাপট

বাংলাদেশের সার্বিক শিল্পনীতি নির্ধারনে পোশাক শিল্পের বাস্তব চিত্র উন্মোচন ও এর যথাযথ মূল্যায়ন খুবই গুরুত্বের দাবী রাখে। এর প্রথম পদক্ষেপ হিসেবে গত ২৬ অক্টোবর ২০১৩ তারিখ ‘চিন্তার চাষ’ এর আয়োজনে “বিশ্বায়নের প্রেক্ষাপটে বাংলাদেশের পোশাক শিল্প ও শ্রমের অধিকার” শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক ও কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ-এর প্রস্তাবের প্রেক্ষিতে চিন্তার চাষ এর আয়োজনে দেশের স্বনামধন্য অর্থনীতিবিদ, গবেষক, সমাজবিজ্ঞানী, সাংবাদিক, পোশাক শিল্প মালিক, শ্রমিক এবং সুশীল সমাজ প্রতিনিধিবৃন্দ নিয়ে গত  ০৯ আগষ্ট ২০১৪ তারিখ জাতীয় প্রেসক্লাব, ঢাকা-এর ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয় “পোশাক শিল্পের চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়” শীর্ষক জাতীয় সংলাপ।

উল্লেখযোগ্য কিছু মুহুর্ত
প্রকাশনা

“পোশাক শিল্পের চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়” শীর্ষক জাতীয় সংলাপের মূলপ্রবন্ধ, সার-সংক্ষেপ, মতামত/সুপারিশ এবং অংশগ্রহণকারীগণের সম্পাদিত বক্তব্য সম্বলিত প্রকাশনাটি ডাউনলোড করুন।

Share This