১ম জাতীয় আন্তঃক্লাব অর্থনীতি বিতর্ক প্রতিযোগিতা ২০১৩

এক নজরে

আয়োজক: ডিবেট ফর হিউম্যানিটি ও ফজলুল হক হল ডিবেটিং ক্লাব
বিশেষ সহযোগিতা: চিন্তার চাষ
২-৪ মে, ২০১৩
ফজলুল হক মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়

উদ্বোধনী অনুষ্ঠান:
প্রধান অতিথি: অধ্যাপক আবুল বারকাত
চেয়ারম্যান, জনতা ব্যাংক
উপস্থিত ছিলেন: আব্দুল্লাহ আল জুনাইদ
চিফ কো-অর্ডিনেটর, ডিএফএইচ

সমাপনী অনুষ্ঠান:
প্রধান অতিথি: আ আ ম স আরেফিন সিদ্দিক
উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
উপস্থিত ছিলেন: মুহাম্মদ শফিকুর রহমান
চেয়ারম্যান, চিন্তার চাষ

কিছু মুহুর্ত
প্রকাশনা

‘১ম জাতীয় আন্তঃক্লাব অর্থনীতি বিতর্ক প্রতিযোগিতা, ২০১৩’ উপলক্ষে দেশের স্বনামধন্য অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী, কলামিস্ট ও গবেষকগণের লেখার সমন্বয়ে প্রকাশিত হয়েছে ‘অর্থনীতি’

Share This