সমাজ পরিবর্তনের এক বিশেষ প্রভাব পরিলক্ষিত হয় মানুষের আচরণের বিন্যাস, বোধের ব্যাপ্তি ও চিন্তার বিকাশে। মানুষের মস্তিষ্ক বিকাশের সিংহভাগই ঘটে থাকে শিশু বয়সে। তাই শিশুর মানসিক বিকাশ সামগ্রিক মানসিক বিকাশের সবচেয়ে গুরুত্বপুর্ণ অধ্যায়। সমাজের যে সকল ক্ষেত্রে পরিবর্তন ঘটার কারণে মানুষের শৈশব ও কৈশোরে মানসিক বিকাশ প্রভাবিত হতে পারে তার মধ্যে পাঠক্রমভুক্ত পড়ার চাপ, অনিরাপদ খাদ্য গ্রহণ, মানুষ কর্তৃক প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন সাধন, পারিবারিক গঠন ও অবস্থান, মুক্ত চিন্তার চর্চা, খেলাধুলা, নৈতিকতা, সামাজিক মিথস্ক্রিয়া প্রভৃতি অন্যতম। গর্ভাবস্থায়, শৈশব ও কৈশোরে যত্ন ও চিকিৎসা গ্রহণে যে পরিবর্তন এসেছে তাও মানসিক বিকাশকে প্রভাবিত করতে পারে। গবেষণার মাধ্যমে শিশুর মানসিক বিকাশের চলমান পরিস্থিতি মূল্যায়ন করে আমরা ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারনে সক্ষম হব – এটাই বিশ্বাস। এই বিশ্বাসকে ধারণ করে ‘চিন্তার চাষ’ স্কুল শিক্ষার্থীদের পাশাপাশি কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়েও গবেষণা কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই আয়োজন।
ভেন্যু:
ZOOM অনলাইন প্ল্যাটফর্ম
অংশগ্রহণকারীর ধরণ:
একাদশ হতে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী
গবেষণা পত্র উপস্থাপন:
উপস্থাপনকারী | গবেষণার বিষয় |
আহনাফ তাহমিদ অর্ণব ৩য় বর্ষ (সম্মান) সরকার ও রাজনীতি বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় |
Bullying in Bangladesh: An Evolutionary Insight into its Cognitive and Moral Repercussions among Adolescents.
|
উম্মে তাসনুবা শাহেরীন ওনিশা এইচএসসি পরীক্ষার্থী আদমজী ক্যান্টনমেন্ট কলেজ |
করোনাকালীন শিশুর মানসিক বিকাশের অবস্থা
|
আনিকা তাসনিম এষা একাদশ শ্রেণি লালমাটিয়া মহিলা কলেজ হুমায়রা আদিবা রহমান সুরাইয়া নুহা চৌধুরী |
শিশুর মানসিক বিকাশের চলমান পরিস্থিতি নির্ণয়
|