সংগঠন বিস্তারিত
‘চিন্তার চাষ’ একটি স্বেচ্ছাসেবী গবেষণা সংগঠন। সংগঠনটি ‘সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০’ এর আওতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘অফিস অব দি রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস’ কর্তৃক নিবন্ধিত (নিবন্ধন নং- এস-১১৮০৭ অব ২০১৩)। ২০১২ সাল থেকে ক্ষুদ্র পরিসরে কার্যক্রম পরিচালনা করলেও ‘চিন্তার চাষ’ গত ০৯ অক্টোবর ২০১৩ তারিখ জাতীয় প্রেসক্লাব, ঢাকা-এর ভিআইপি লাউঞ্জে ‘বিশ্বায়নের প্রেক্ষাপটে বাংলাদেশের পোশাক শিল্প ও শ্রমের অধিকার’ শীর্ষক গোলটেবিল আলোচনা আয়োজনের মাধ্যমে জাতীয় পরিসরে যাত্রা শুরু করে।
‘চিন্তার চাষ এর কার্যক্রমের মূল লক্ষ্য হলো ব্যক্তি ও সামষ্টিক মানুষের স্বনির্ভরতা ও মুক্তির পথে প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করে তা দূর করার উপায় বের করা। এ লক্ষ্যে সংগঠনটি, সুশাসন, শিক্ষা, সমাজবিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে গবেষণা পরিচালনা ও তার ফলাফল সাধারণের মাঝে ছড়িয়ে দেয়ার কার্যক্রম গ্রহণ করে আসছে। প্রাথমিকভাবে সমগ্র গবেষনা ক্ষেত্রকে (১) সুশাসন ও নীতি, (২) সমাজনীতি ও অর্থনীতি এবং (৩) শিক্ষা ও গবেষণা – এই তিন ভাগে ভাগ করা হয়েছে। গবেষণালব্ধ ফলাফল মানুষের কাছে পৌঁছে দেয়ার উপায়গুলোর মধ্যে রয়েছে সেমিনার, গোলটেবিল আলোচনা, সংলাপ, সাংবাদিক সম্মেলন ও কনফারেন্স আয়োজন ইত্যাদি।
‘চিন্তার চাষ’ বিশ্বাস করে যে, মানুষের স্বনির্ভরতা ও মুক্তি অর্জনের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হওয়া উচিৎ মানুষের ভেতরের স্বাভাবিক ও সহজাত চিন্তা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির লালন করা। আর সৃজনশীলতার চর্চাটি শৈশব বা কৈশোর থেকে শুরু হওয়াটাই সর্বোত্তম। বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে চিন্তা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির লালন কল্পে ‘চিন্তার চাষ’ স্কুলে গবেষণা ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে গবেষণা চর্চার উদ্যোগ গ্রহণ করেছে।