স্কুল শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির বিকাশ ও সৃজনশীলতা লালনের লক্ষ্যে প্রতিবারের মতো এবারও ‘চিন্তার চাষ’ স্কুল শিক্ষার্থীদের নিয়ে গত ২০ সেপ্টেম্বর ২০১৮ তারিখ ‘৩য় জাতীয় ক্ষুদে গবেষক সম্মেলন, ২০১৮’-এর আয়োজন করেছে। সম্মেলনে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্কুলের ৭ম হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা গবেষণা পত্র/ধারণা পত্র উপস্থাপন করেছে।
ভেন্যু:
ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ঢাকা বিশ্ববিদ্যালয়
অংশগ্রহণকারী :
৭ম হতে ১০ম শ্রেণির শিক্ষার্থী
অংশগ্রহণের ধরণ :
ক. একক
খ. দলীয় (৩ জনের অধিক নয়)
আয়োজন/ইভেন্ট : (সাইন্স, আর্টস এবং কমার্স-সকল বিভাগ)
ক. গবেষণা পত্র উপস্থাপন
খ. ধারণা পত্র উপস্থাপন
বিভাগ:
ক. বিভাগ-ক (৭ম-৮ম শ্রেণি)
খ. বিভাগ-খ (৯ম-১০ম শ্রেণি)