‘পথচলা আলোর সাথে’ এই স্লোগান নিয়ে প্রতিবারের মতো এবারও স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে গত ২৪ অক্টোবর ২০২০ তারিখ ‘৫ম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন, ২০২০’ অনুষ্ঠিত হয়েছে। স্কুল শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির বিকাশ ও সৃজনশীলতা লালনের লক্ষ্যে ‘চিন্তার চাষ’ এর এই নিয়মিত আয়োজন। সম্মেলনে সারা দেশের বিভিন্ন স্কুলের ৭ম হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা গবেষণাপত্র ও ধারণাপত্র উপস্থাপন করেছে।
ভেন্যু:
ZOOM অনলাইন প্ল্যাটফর্ম
অংশগ্রহণকারী:
৭ম হতে ১০ম শ্রেণির স্কুল শিক্ষার্থী
অংশগ্রহণের ধরণ:
ক. একক
খ. দলীয়
আয়োজন/ইভেন্ট:
ক. গবেষণা পত্র উপস্থাপন
খ. ধারণাপত্র উপস্থাপন
ক্যাটেগরি:
গবেষণা পত্রসমূহ দুটি ক্যাটেগরিতে বিভক্ত
ক. শিক্ষা ও বিজ্ঞান এবং
খ. জীবন ও সংস্কৃতি
বিভাগ:
ক. বিভাগ-ক (৭ম ও ৮ম শ্রেণি)
খ. বিভাগ-খ (৯ম ও ১০ম শ্রেণি)