রাজশাহী জেলায় ‘গবেষণায় হাতেখড়ি’ কর্মশালা অনুষ্ঠিত

সংক্ষিপ্তসার

‘চিন্তার চাষ’ এর আয়োজনে গত ২২ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে রাজশাহী জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘গবেষণায় হাতেখড়ি’ শীর্ষক কর্মশালা। আগামী অক্টোবর ২০২৫-এ ক্ষুদে গবেষক সম্মেলনে অংশগ্রহণের জন্য স্কুল শিক্ষার্থীরা যাতে নিজেদের তৈরি করতে পারে সে লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

অংশগ্রহণকারী:
রাজশাহী জেলার বিভিন্ন স্কুলের ৭ম হতে ১০ম শ্রেণির শিক্ষার্থী

কর্মশালার ইভেন্টসমূহ:
১. উদ্বোধনী সেশন
২. স্কুল গবেষণার ধাপসমূহ
৩. গবেষণা কি, কেন
৪. বিজ্ঞানের সীমাবদ্ধতা ও নৈতিকতা
৫. আগ্রহের ক্ষেত্র চয়ন

গেস্ট অব অনার
মোহাম্মদ শাহজাহান, পিপিএম, পিএইচডি, উপ-মহাপুলিশ পরিদর্শক, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ

বিশেষ উপস্থিতি
মুহাম্মদ শফিকুর রহমান, চেয়ারম্যান, চিন্তার চাষ

সভাপতি
মো. সফিকুল ইসলাম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী

বিশেষ অতিথি
মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, বিশেষ পুলিশ সুপার (নগর বিশেষ শাখা), পুলিশ কমিশনার কার্যালয়, রাজশাহী মেট্রোপলিটান পুলিশ, রাজশাহী

রিসোর্স পার্সন
মো. জহির উদ্দিন, গবেষণা পরিচালক, চিন্তার চাষ
জাহিদুল ইসলাম, পরিচালক, চিন্তার চাষ

আয়োজন ও ব্যবস্থাপনায়
সামিন সিদ্দিকী, সমন্বয়ক, রাজশাহী জেলা, চিন্তার চাষ
কাব্য রায়, সমন্বয়ক, রাজশাহী জেলা, চিন্তার চাষ
অমিতাভ চক্রবর্তী, সমন্বয়ক, রাজশাহী জেলা, চিন্তার চাষ
তাহমিদ আহম্মেদ, সমন্বয়ক, রাজশাহী জেলা, চিন্তার চাষ
তাহমিদুল ইসলাম, সমন্বয়ক, রাজশাহী জেলা, চিন্তার চাষ

কিছু মুহুর্ত
Share This