ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুর অঞ্চলে ‘গবেষণায় হাতে খড়ি’ কর্মশালা অনুষ্ঠিত

সংক্ষিপ্তসার

গত ২৪ মার্চ ২০২২ তারিখ বৃহস্পতিবার সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ঢাকার ধানমন্ডি-মোহাম্মদপুর অঞ্চলের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘গবেষণায় হাতে খড়ি’শীর্ষক কর্মশালা। আগামী ক্ষুদে গবেষক সম্মেলনে অংশগ্রহণের জন্য স্কুল শিক্ষার্থীরা যাতে নিজেদের তৈরি করতে পারে সে লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

অংশগ্রহণকারী:
ধানমন্ডি-মোহাম্মদপুর অঞ্চলের বিভিন্ন স্কুলের ৭ম হতে ১০ম শ্রেণির শিক্ষার্থী

কর্মশালার ইভেন্টসমূহ:
১. উদ্বোধনী সেশন
২. স্কুল গবেষণার ধাপসমূহ
৩. গবেষণা কি, কেন
৪. আগ্রহের ক্ষেত্র চয়ন

রিসোর্স পার্সন
জেডইউএম বাবর আলী, গবেষণা পরিচালক, চিন্তার চাষ
ইমতিয়াজ চৌধুরী, সদস্য, প্ল্যানিং কমিটি, চিন্তার চাষ

কর্মশালা পরিচালনায়
মেহেদী হাসান খন্দকার, মূখ্য সমন্বয়ক, স্কুল গবেষণা কার্যক্রম, চিন্তার চাষ
মালিহা নামলাহ্‌, সদস্য, চিন্তার চাষ

কিছু মুহুর্ত
Share This