স্কুল ছাত্র-ছাত্রীদের মাঝে গবেষণার চর্চা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে গবেষণা সংগঠন ‘চিন্তার চাষ’ এর আয়োজনে ০৯ জানুয়ারি ২০১৬ শনিবার রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘গবেষণায় হাতেখড়ি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্কুলের অষ্টম, নবম ও দশম শ্রেণির প্রায় ১৭০ জন শিক্ষার্থী এ কর্মশালায় অংশগ্রহণ করেছে। কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শান্তনু মজুমদার এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘চিন্তার চাষ’ এর চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান। চিন্তার চাষ এর নির্বাহী পরিচালক এস এম মেসবাহ্ আর রহমান এবং স্কুলের সহকারী শিক্ষক মো: মোজাম্মেল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্কুল ছাত্র-ছাত্রীদের মাঝে আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সৃজনশীলতা চর্চার লক্ষ্যে স্বেচ্ছাসেবী গবেষণা সংগঠন চিন্তার চাষ ‘স্কুলে গবেষণা চর্চা’ কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতায় শনিবার তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘গবেষণায় হাতেখড়ি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ড. শান্তনু মজুমদার গবেষণা কী, কেন গবেষণা করা প্রয়োজন, গবেষণা করলে ব্যক্তি ও সমাজের কী উপকার হয় ইত্যাদি বিষয়ে বিশদ আলোচনা করেন। চিন্তার চাষ এর নির্বাহী পরিচালক এস এম মেসবাহ্ আর রহমান ছাত্র-ছাত্রীদের মাঝে গবেষণা পদ্ধতি এবং আমাদের চারপাশের বিভিন্ন বিষয় হতে কিভাবে গবেষণার উপকরণ সংগ্রহ করা যায় তা তুলে ধরেন। ‘চিন্তার চাষ’ এর চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান ছাত্র-ছাত্রীদের মানসিক উচ্চতা বৃদ্ধি ও ইতিবাচক গুণাবলী চর্চার উপর গুরুত্বারোপ করেন। তিনি ছাত্র-ছাত্রীদের ধর্যৈ ধারণ ও চিন্তা শক্তির লালনের পরামর্শ প্রদান করেন।