উপলব্ধি

এস এম মেসবাহ্‌ আর রহমান
নির্বাহী পরিচালক
চিন্তার চাষ

নৈঃশব্দের পরম স্তব্ধতা

মানুষের অন্তরের নিরন্তর আস্ফালন আজ শব্দহীন। একদিকে পুঁজিগত সভ্যতার হুংকার ও ঝংকার। অন্যদিকে মানবিক সভ্যতার বিষ্ময়কর স্থবিরতা। আকাশচুম্বী অট্টালিকা, মহাকাশ বিজয়ী নভোযান অথবা ভয়ঙ্কর বিধ্বংসী মারনাস্ত্রের দম্ভে ব্যক্তি কিংবা গোষ্ঠির কাছে আজ অসহায় বৃহত্তর সামষ্টিক স্বার্থ । শত মানুষের অধিকার আজ শত কোটি মানুষের সম্পদ। নিরন্নের আর্তনাদ আজ শোনা যায় না ভোগের উল্লাসে।

তিমিরের বোধ বিনাশী আচ্ছাদন

এ এক অদ্ভুত শৃঙ্খল যা মানুষকে শুধু মুক্তি ছাড় আর সব কিছুই চাইতে শেখায়। এর প্রভাবে মানুষ তার পার্থিব সবকিছু অর্জনের লক্ষ্যে তীব্র গতিতে ধাবিত হয় অথচ কেবল নিজ মুক্তির বেলায় সে থাকে নিস্পৃহ। এক অদৃশ্য নব্যদাস প্রথা বিরাজমান সর্বোত্র । মুক্তির চিরন্তন বোধ আজ অজ্ঞতা, ক্ষুদ্র স্বার্থপরতা ও পারস্পারিক বিচ্ছিনতা দ্বারা আচ্ছাদিত।

সময়ের অসম অস্থিরতা

মানব সমাজে প্রাকৃতির নিয়মে বহমান ভাঙ্গা গড়ার প্রক্রিয়ায় সমাজ পরিবর্তিত হয়। সত্য-অসত্য এবং ভালো-মন্দের দ্বাম্বিক আবহে মানবিক সভ্যতা সামনে এগোয়। শত প্রতিকুলতার মাঝেও মানুষের মুক্তির সংগ্রাম কখনো নিঃশেষিত হয় না। মুক্তির প্রয়োজনে মানুষ ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে সংঘবদ্ধ হয়- মনের গহীনের স্তব্ধতায় গ্রতিত হয আগামীর গর্জন।

Share This